অস্ত্র সরবরাহকালে উখিয়া ক্যাম্পে ২ রোহিঙ্গা গ্রেফতার
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১০:২৪
অস্ত্র সরবরাহকালে উখিয়া ক্যাম্পে ২ রোহিঙ্গা গ্রেফতার
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলি সরবরাহকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুন) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১৪ জুন) বিকেল ৫টায় কক্সবাজার-টেকনাফ মহাসড়ক-সংলগ্ন কোটবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের-৩ ব্লক-সি/৩৬ এর রশিদ উল্লাহের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩০) ও ক্যাম্প-৪ ব্লক-সি/২ এর আমির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২০)।


ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, প্রায় তিন দিন ধরে বিভিন্ন তথ্য সংগ্রহ করে কোটবাজার এলাকা থেকে দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র ও ৫০ রাউন্ড রাইফেলের গুলি জব্দ করা হয়।


তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে রামু এলাকা থেকে অস্ত্র-গুলি সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com