২৬ দিন পর জামিনে মুক্ত বিএনপির ১৭ নেতাকর্মী
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ২২:৩৯
২৬ দিন পর জামিনে মুক্ত বিএনপির ১৭ নেতাকর্মী
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে নাশতার ও পুলিশের কাজে বাঁধা দেওয়ার মামলায় ২৬ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন বিএনপি ও অঙ্গসংগঠনের ১৭ নেতাকর্মী।


১৪ জুন, বুধবার রাত ৮টায় তারা রাজবাড়ী জেলা কারাগার থেকে বেড় হয়ে আসেন তারা। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেন।


বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলা জজ আদালতের বিচারক মোছা. জাকিয়া পারভীন জামিনের আবেদন মঞ্জুর করেন।


জামিন মুক্তি পাওয়া ১৭ নেতাকর্মীরা হলেন রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ইয়াসমিন ডেইজি (৪০), গোয়ালন্দ উপজেলার দেওয়ান পাড়া গ্রামের নুরুল ইসলাম (৩০), বালিয়াকান্দি উপজেলার কামাড়দাহ চরদক্ষিণবাড়ি গ্রামের মনিরুল শেখ (২২), মজরপুর গ্রামের আলামিন হোসেন (২০), বহরপুর গ্রামের মারুফ হোসেন (১৯), একই গ্রামের জাকির হোসেন (২২), ঘিকমলা গ্রামের রাসেল শেখ (৩৪), কালুখালি উপজেলার লাড়িবাড়ি গ্রামের শহিদ বিশ্বাস (৩২), একই গ্রামের রবিউল শেখ (২৯), সদর উপজেলার ফরহাদ সরদার (৪৮), রামকান্তপুর গ্রামের পাঠান পাড়া গ্রামের মান্নান মোল্লা (৩৯), রামকান্তপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের আনিস মন্ডল (৩০), বিসিক নতুন পাড়া এলাকার জিয়া সরদার (৩০), পাকুরুয়া গ্রামের মজিদ মোল্লা (৬৫), চরনারায়নপুর গ্রামের আমিনুল ইসলাম (২৮), রামকান্তপুর এলাকার মোতাহার মোল্লা (৪০) ও গোয়ালন্দের শাহাদাত মেম্বার পাড়ার ইদ্রিস শেখ (৪১)।


এর আগে নাশকতা ও পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে গত ২০ মে রাতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২০ জনকে আসামি করা হয়। এর মধ্যে ১৭ জনকে গত ২১ মে আদালতে নেওয়া হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আর ২২ জন আসামি গত ২৫ মে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন।


বিবার্তা/মিঠুন/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com