দুই শিশু মৃত্যু: বালাইনাশক কোম্পানির এমডি ও চেয়ারম্যান গ্রেফতার
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১২:২০
দুই শিশু মৃত্যু: বালাইনাশক কোম্পানির এমডি ও চেয়ারম্যান গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বালাইনাশক পেস্ট কন্ট্রোল সার্ভিস কোম্পানির এমডি ও চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তেলাপোকা মারার বিষক্রিয়ায় দুই শিশু মৃত্যুর ঘটনায় তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আশরাফ ও ফরহাদ।


বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান।


তিনি বলেন, তেলাপোকা মারার বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় লালবাগ গোয়েন্দা বিভাগ ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় কোম্পানিটির এমডি ও চেয়ারম্যানের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নিয়ে ঢাকায় রওনা হয়েছে ডিবির টিম। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।


এর আগে, সোমবার রাতে বালাইনাশক কোম্পানির এক কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসায় তেলাপোকা মারার বিষ স্প্রে করেছিলেন।


গত শুক্রবার বসুন্ধরার আই ব্লকের একটি নতুন বাসায় পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্মীরা তেলাপোকা মারার বিষ স্প্রে করেন। এর দুইদিন পর ভুক্তভোগী পরিবারটি ওই বাসায় ওঠেন। বাসায় প্রবেশ করেই অসুস্থ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে রবিবার ভোরে শাহিল মোবারত জায়ান (৯) মারা যায়। একইদিন রাত ১০টায় শায়েন মোবারত জাহিনও (১৫) মারা যান। এ ছাড়া নিহত দুই শিশুর মা শারমিন জাহান লিমা ও বাবা মোবারক হোসেন বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com