কাশিমপুর কারাগার থেকে পুলিশ পরিদর্শকের মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ২০:৪৪
কাশিমপুর কারাগার থেকে পুলিশ পরিদর্শকের মরদেহ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের কাশিমপুর কারাগারের পুলিশের ব্যারাকের ছাদ থেকে মো. মোয়াজ্জেম হোসেন (৫৬) নামের এক পরিদর্শকের মরদেহ উদ্ধার করা হয়েছে।


৬ জুন, মঙ্গলবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।


মো. মোয়াজ্জেম হোসেন টাঙ্গাইলের ঘাটাইল থানার বাদে আমজাদী এলাকার বাসিন্দা। তিনি গত ২২ মে গাজীপুর মহানগর পুলিশে আসেন। তিনি কাশিমপুর কারাগারের ভেতর আসামি স্কোয়াডে নিয়োজিত পুলিশ ব্যারাকে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করেছেন তিনি।


জানা গেছে, কাশিমপুর কারাগারের ভেতর আদালতে আসামি আনা-নেয়ার জন্য পুলিশ সদস্যদের চারতলা একটি ব্যারাকের ইনচার্জ ছিলেন নিহত পুলিশ পরিদর্শক মোয়াজ্জেম। ওই ব্যারাকে ২৩ জন পুলিশ সদস্য থাকেন। সোমবার কাজ শেষে যার যার অবস্থানে চলে যান তারা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ভবনের ছাদে মোয়াজ্জেমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১২ জুন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে তার মক্কায় যাওয়ার কথা ছিল।


এ বিষয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, মৃত অবস্থায় মোয়াজ্জেমকে হাসপাতালে আনা হয়েছিল। তার নাক দিয়ে রক্ত বেরিয়েছে, তবে গায়ে কোনো আঘাতের চিহ্ন পাইনি। ময়নাতদন্ত করা হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


কোনাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ জানান, অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গরম সহ্য করতে না পারার কারণে এমনটা হয়ে থাকতে পারে।


তবে এই বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন কাশিমপুর কারাগার-২ এর ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ। তিনি বলেন, গতকাল আমি কারাগারে ছিলাম। বিষয়টি আমাকে কেউ জানায়নি। ব্যারাকটি কারাগারের হলেও আসামি আনা-নেয়ার সুবিধার্থে গাজীপুর মহানগর পুলিশের সদস্যরা এখানে থাকে। তারা নিজেরাই ব্যারাকের দেখভাল করেন। তাই বিষয়টি আমাদের জানা নেই।


বিবার্তা/ সউদ/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com