বিপিও সামিট বাংলাদেশ সিলেট পর্বের প্রাণ ছিল ক্যারিয়ার ক্যাম্পেইন
প্রকাশ : ০৫ জুন ২০২৩, ২২:৩৮
বিপিও সামিট বাংলাদেশ সিলেট পর্বের প্রাণ ছিল ক্যারিয়ার ক্যাম্পেইন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিভাগের পর এবার বিভাগীয় বিপিও সামিট বাংলাদেশ-২০২৩ শুরু হলো সিলেটে। আউটসোর্সিং শিল্পের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর আয়োজনে পঞ্চমবারের মত অনুষ্ঠিত হচ্ছে এই বিপিও সামিট।


সোমবার (৫ জুন) সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে ক্যারিয়ার ক্যাম্পেইনের মাধ্যমে যাত্রা শুরু হয় বিভাগীয় বিপিও সামিট ২০২৩-এর সিলেট আয়োজন।


সামিটে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে ক্যারিয়ার ক্যাম্পেইন-এর অংশ হিসেবে দক্ষতা উন্নয়ন বিষয়ক ‘সম্ভাবনাময় কর্মক্ষেত্রের নতুন দিগন্ত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন।


শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে আয়োজিত এ সেমিনারে বক্তব্য দেন তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলা দেশের শীর্ষস্থানীয় বিপিও ব্যক্তিত্বগণ। সময়োপযোগী অধিবেশনের মাধ্যমে শিক্ষার্থীদের পেশাগত উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার দিকনির্দেশনা দিয়েছেন বিপিও শিল্পের নেতৃস্থানীয় ব্যক্তিগণ।


সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটে আয়োজিত এ সেমিনারে বক্তব্য দেন বাক্কো পরিচালক ডা. তানজিবা রহমান, এইচ এম সি টেকনোলজি লিমিটেড-এর চিফ টেকনোলজি অফিসার মৃধা মো. মাহফুজ-উল-হক এবং জুবিসফট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফরহাদ হোসেন।


সামিটের প্রথম পর্বে ছিল ক্যারিয়ার কাউন্সেলিং বিষয়ক কর্মশালা। এতে বিপিও শিল্পের সম্ভাবনাময় দিকগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরে এ খাতে আকর্ষণীয় ক্যারিয়ার গড়ে তুলতে উৎসাহ যোগানো হয়। বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থানের সুযোগ অন্য যেকোনো খাতের চেয়ে বেশি। তাই বক্তারা এ সেক্টরে ক্যারিয়ার গড়ার ব্যাপারে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। সেসাথে কর্মদক্ষতা বৃদ্ধির দিকে বিশেষ গুরুত্বারোপ করেন। এখন থেকেই নিজের কার্যক্ষেত্র চিহ্নিত করে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার পরামর্শ ও দিকনির্দেশনা দেন তারা।


সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এ অ্যাক্টিভেশন প্রোগ্রামে আলোকপাত করা হয় বিজনেস প্রসেস আউটসোর্সিং শিল্পের ভবিষ্যত লক্ষ্যের বিষয়ে, যা বাস্তবায়নের মাধ্যমে এ খাতটি দখল করে নিতে পারে দেশের অর্থনীতিতে সর্বোচ্চ ভূমিকা রেখে চলা শিল্পখাতগুলোর মধ্যে প্রথম অবস্থান।


এছাড়াও শিক্ষার্থীদের একাডেমিক যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট কি কি কাজে অবশ্যই দক্ষ হতে হবে, আইটি-আইটিইএস ও বিপিও প্রতিষ্ঠানসমূহে ক্যারিয়ার গড়তে চাইলে কিভাবে নিজেকে তৈরি করতে হবে এবং এ সেক্টরে নিয়োগের ক্ষেত্রে নিয়োগকর্তাগণ প্রার্থীর কোন কোন বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখে থাকেন, সে সকল বিষয়ে সেমিনারে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয় বাংলাদেশের বিপিও শিল্পের জন্য নিবেদিত কেন্দ্রীয় ও একক বাণিজ্য সংস্থা বাক্কো’র সঙ্গে।


শিক্ষার্থীদের বাক্কো’র সঙ্গে পরিচয় করিয়ে ডা. তানজিবা রহমান বলেন, বাক্কো ২০২৫ সালের মধ্যে বিপিও শিল্পখাতে ১ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় তৈরি ও বিপিওক্ষেত্রে ১ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বাংলাদেশ সরকারের ‌‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’-লক্ষ্য অর্জনে সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক পর্যায়ের অসংখ্য প্রতিষ্ঠান ও অংশীজনদের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা, কুইজ টেস্ট এবং বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয় প্রথম দিনের এই সেমিনার।


বাক্কো-এর উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অন্তর্গত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল’-এর সার্বিক সহযোগিতায় মে-জুলাই মাসব্যাপী দেশজুড়ে আয়োজিত হচ্ছে বাংলাদেশের বিপিও শিল্পের সবচেয়ে বড় সম্মেলন বিপিও সামিট বাংলাদেশের বিভাগীয় আয়োজন।


এবারই প্রথমবারের মত বিপিও সামিট বাংলাদেশ ২০২৩ আয়োজিত হচ্ছে বিভাগীয় পর্যায়ে। সাতটি বিভাগে পর্যায়ক্রমে আলাদা আলাদাভাবে বিভাগীয় বিপিও সামিট আয়োজনের পর চূড়ান্তভাবে ঢাকায় অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় বিপিও সামিট।


এ আয়োজনের মাধ্যমে আইসিটিশিল্প বিকাশে আইসিটিপণ্য ও সেবা প্রদর্শনী, বিপিওখাতের অর্জন/সাফল্য ও সম্ভাবনা উপস্থাপন, তথ্য-প্রযুক্তিবিষয়ক সেমিনার ও কর্মশালা আয়োজন, ই-গভর্নেন্স, ই-কমার্স, অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে দেশের অর্জিত সাফল্য বিশ্ববাসীসহ বাংলাদেশের জনগণের নিকট তুলে ধরা হচ্ছে।


বিপিও সামিটে অংশগ্রহণ করতে আগ্রহীকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা যাবে এই bposummit.org.bd/register লিংকে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com