শিরোনাম
ভালুকা মডেল থানা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার
প্রকাশ : ০৪ জুন ২০২৩, ২৩:০৪
ভালুকা মডেল থানা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঁইয়া পিপিএম সেবা ভালুকা মডেল থানা পরিদর্শন করেন।


৪ জুন, রবিবার বিকেলে তিনি মডেল থানা পরিদর্শন করতে আসেন। এ সময় থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।


পরে তিনি, থানা চত্বরে বৃক্ষরোপণের কর্মসূচি হিসেবে একটি ফলজ গাছের চারা রোপন করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনসাধারণের সার্বিক জানমালের নিরাপত্তার লক্ষ্যে কাজ করছে পুলিশ, এলাকা অপরাধমুক্ত রাখতে ও নাগরিক নিরাপত্তা বিধানে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।


এ সময় উপস্থিত ছিলেন, মাহফুজা আক্তার এডিশনাল এসপি গফরগাঁও সার্কেল, এএসপি ত্রিশাল সার্কেল, এএসপি প্রবীর ও ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন।


বিবার্তা/ সাজ্জাদুল/ সউদ/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com