নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিমা আক্তার(৯) ও আরিফ হোসেন(৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
৪ জুন, রবিবার দুপুরে ওই ইউনিয়নের পশ্চিম কুচিয়ারমোড় দোলাপাড়া এলাকায় মর্মান্তক এই ঘটনা ঘটে।
নিহত লিমা আক্তার ওই এলাকার এন্তাজুল ইসলামের মেয়ে ও আরিফ হোসেন একই এলাকার এনামুল হকের ছেলে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, লিমা ও আরিফ তাদের বাড়ির উঠানে খেলছিল।তাদের বাড়ি টিন দিয়ে ঘেরা ছিল। বাড়ির বৈদ্যুতিক লাইনের তার টেপ দিয়ে পেঁচানো ছিল। প্রচন্ড তাপদাহে বৈদ্যুতিক লাইনের টেপ খুলে গিয়ে সম্পূর্ণ ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। উঠানে খেলার সময় তারা গিয়ে টিন স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় দুজনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চড়াইখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম রেজা।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/ সুজন/ সউদ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]