`আলোকিত ‌‌হবে পাহাড়ের প্রতিটি ঘর'
প্রকাশ : ০৩ জুন ২০২৩, ২২:৩৩
`আলোকিত ‌‌হবে পাহাড়ের প্রতিটি ঘর'
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, পাহাড়ের প্রতিটি ঘর আলোকিত হবে। বর্তমান প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে পার্বত্যবাসীর প্রতি। তাই যেখানে বিদ্যুতের আলো যাইনি, সেখানে সোলার এর আলোতে জ্বলে উঠবে।


৩ জুন, শনিবার দুপুরে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৯’শ ৫৪টি পরিবারের মাঝে এ সোলার হোম সিস্টেম বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি এসব কথা বলেন।


প্রধান অতিথি বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে আরও বলেন, দেশব্যাপী উন্নয়নকে এগিয়ে নিতে আবারো আওয়ামীলীগ সরকারকে আগামী নির্বাচনে জয়যুক্ত করলে, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।


এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-সচিব ও সদস্য বাস্তবায়ন কমিটির সদস্য মো. হারুন-অর-রশিদ’র সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, এমএ জব্বার, শাহিনা আক্তার, শুভ মঙ্গল চাকমা, মাঈন উদ্দিন, মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, মানিছকছড়ি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, বাটনাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প -২য় পর্যায় শীর্ষক প্রকল্পের ৯’শ ৫৪টি পরিবার উপকারভোগীদের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়।


বিবার্তা/ মামুন/ সউদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com