
টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ ২ জন নিহত হয়েছে। ২ জুন, শুক্রবার বিকালে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের নিকরাইল ইউনিয়নের চিতুলীয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের জাবরাজান গ্রামের মো. শিশির মিয়া শুভ (২০) ও ভূঞাপুর উপজেলার রুহুলী গ্রামের আনতাজ আলী (৬৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই যুবক একই মোটরসাইকেল যোগে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে ভূঞাপুরের দিকে যাচ্ছিল। বেপরোয়া গতির মোটরসাইকেলটি উপজেলার চিতুলীয়াপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পথচারি আনতাজ আলীর সাথে এবং পরে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শুভ নিহত হয়। মোটরসাইকেলে থাকা অপর আরোহী ও পথচারীকে স্থানীয়রা উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথচারী আনতাজ আলীর মৃত্যু হয়।
এবিষয়ে বঙ্গবন্ধু পূর্ব থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. পলাশ মিয়া জানান, মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা/ইমরুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]