
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১২নং গাইনি ওয়ার্ড থেকে সন্দেহভাজন দালাল চক্রের এক নারীসহ চারজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ জুন) রাত পৌঁনে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন মো. রাসেল (২৬), মো. মিজান (২৮), মো. ইউসুফ (১৯) ও মোছা. ঝুনু বেগম (৫৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। তিনি বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল পুরাতন ভবনের গাইনি বিভাগের ২১২নং ওয়ার্ডে দালাল চক্রের দৌরাত্ম ব্যাপকহারে বেড়েছে। তারা সাধারণ রোগীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়সহ রোগীদের ভাগিয়ে নেয়ার কাজ করতো। প্রতিনিয়ত রোগীরা প্রতারণার শিকার হচ্ছেন। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে সন্দেহভাজন দালাল চক্রের এক নারী সদস্যসহ চারজনকে আটক করি।
তিনি বলেন, আটকের সময় তারা হাসপাতালের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারিনি। অহেতুক অবৈধভাবে ঘোরাফেরা করছিল। বিষয়টি আমাদের কাছে সন্দেহ হওয়ায় আমরা তাদেরকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করি।
বিবার্তা/বুলবুল/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]