
সাতক্ষীরার কলারোয়ায় ভগ্নিপতির দেয়া আগুনে ঝলসে যাওয়া আব্দুল কাদের (৩০) তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
১ জুন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে চিকিৎসাধীন রয়েছেন আব্দুল কাদেরের স্ত্রী শারমিন(২৫) ও কন্যা ফাতেমা খাতুন(০৪)।
অভিযুক্ত ভগ্নিপতি সবুজ হোসেন(৩২) যশোর জেলার নারায়নপুর পোড়াবাড়ী গ্রামের আব্দুল বারীর ছেলে।
গত ২৭ মে, শনিবার রাতে কলারোয়ার চন্দনপুরে ভগ্নিপতি সবুজ হোসেন (৩২) শ্যালক আব্দুল কাদেরে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে আব্দুল কাদের, তার স্ত্রী শারমিন ও শিশু কন্যা ঝলসে যায়। তাদের চিৎকারে স্থানীয়রা ঘরের তালা ভেঙে তাদের উদ্ধার করে। পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদের মারা যান।
স্থানীয়রা জানান, কাদের গাজীর বোন সুফিয়া খাতুনের (২৬) সাথে ভগ্নিপতি সবুজ হোসেন(৩২) এর বিরোধ চলে আসছিল। এর কারণ হিসেবে শ্যালক কাদের উপর ক্ষিপ্ত হয় সবুজ। এর জের ধরে শনিবার রাতে সবুজ চন্দনপুর (কাতপুর) গ্রামের হান্নান বিহারীর ছেলে সোহাগ হোসেনের বাড়িতে অবস্থান করে। ওই রাতে সোহাগের সহযোগিতায় নিজ ঘরে ঘুমিয়ে থাকা আব্দুল কাদেরের ঘরে মধ্যে পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। ২৮ মে আব্দুল কাদেরে বোন সুফিয়া খাতুন বাদী হয়ে দুইজনকে আসামী করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ২ নং আসামী সোহাগ হোসেনকে ওই দিনই আটক করে পুলিশ।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আগুনে দগ্ধ আব্দুল কাদের আজ সকালে মারা গেছেন। আমরা ইতোমধ্যে মামলার একজন আসামীকে আটক করেছি। অন্য আসামীকে আটকের চেষ্টা চলছে।
বিবার্তা/সেলিম/সউদ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]