হিলিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আম গাছের চারা বিতরণ
প্রকাশ : ৩১ মে ২০২৩, ১৬:১৪
হিলিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আম গাছের চারা বিতরণ
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

"গাছ লাগান পরিবেশ বাঁচান " এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে আম গাছের চারা (ফলজ বৃক্ষ) বিতরণ করা হয়েছে।


বুধবার (৩১ মে) উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের হাত আম গাছের চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম।


এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মনোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার (শিক্ষা) সাখাওয়াত হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাওসার রহমান লিপি, আনোয়ারুল হক টুকু, গোহাড়া হাইস্কুলের প্রধান তোফাজ্জল হোসেন, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশীদসহ আরও অনেকে।


উপজেলা পরিষদের তথ্য মতে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষে তাঁর দিকনির্দেশনা মোতাবেক (প্রাথমিক বিদ্যালয় ৪৪টি, মাদ্রাসা ১৩টি, স্কুল ২৪টি, কলেজ ৩টি ও প্রাথমিক বিদ্যালয় ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসন কর্তৃক আম গাছের (ফলজ) বৃক্ষের চারা গাছ বিতরণ করা হয়েছে।


বিবার্তা/রববানী/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com