শিরোনাম
ওআইসির মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
প্রকাশ : ২৯ মে ২০২৩, ১৪:৪২
ওআইসির মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আন্তর্জাতিক ইসলামিক সংস্থা ওআইসির মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা।


ওআইসি প্রধানের সফরকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্প জুড়ে জোরদার ছিল এপিবিএনের কড়া নিরাপত্তা ব্যবস্থা।


২৯ মে, সোমবার সকালে তিনি বিমানযোগে কক্সবাজার পৌঁছে সেখান থেকে যান উখিয়ার কুতুপালং ফোর এক্সটেনশন ক্যাম্পে। এ ছাড়াও আরও কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন। রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে মিয়ানমারে প্রত‍্যাবাসনের পরিবেশ সম্পর্কে খোঁজ খবর নেন।


ক্যাম্পে ব্র্যাকের ইয়ুথ সেন্টার, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামসহ বিভিন্ন সংস্থার কার্যক্রমগুলো পরিদর্শন করেন হিসেইন ব্রাহিম তাহা। এ সময় শরণার্থীবিষয়ক কমিশন, রোহিঙ্গা প্রতিনিধি, এনজিও আইএনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সোমবার বিকেলেই বিমানযোগে ঢাকায় ফিরবেন তিনি।


এর আগে ২৭ মে, শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাহা।


বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি হিসেইন তাহা ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৫তম সমাবর্তনে বক্তব্য দেবেন।


বিবার্তা/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com