'ভোক্তা অধিকার রক্ষায় সবাইকে নিয়ে কাজ করা হবে'
প্রকাশ : ২৭ মে ২০২৩, ১৮:১৪
'ভোক্তা অধিকার রক্ষায় সবাইকে নিয়ে কাজ করা হবে'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেছেন, ভোক্তা অধিকার রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করা হবে। সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে অধিদফতরে ডিজিটাল প্রচার-প্রচারণা কার্যক্রমসহ অন্যান্য কাজ চলমান আছে। এছাড়াও অভিযোগ নিষ্পত্তি ও বাজার তদারকি কার্যক্রম চলছে।


২৭ মে, শনিবার তেজগাঁওস্থ বাংলাদেশ চলচিত্র উন্নয়ন করপোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসির ‘ভোক্তা অধিকার নিশ্চিতে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার সুফল পাওয়া যাচ্ছে’ বিষয়ে এক ছায়াসংসদ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


সফিকুজ্জামান বলেন, আজকের বিতর্ক প্রতিযোগিতায় প্রাপ্ত বিভিন্ন তথ্য আমাদের ভোক্তা অধিকার রক্ষায় গৃহীত বিভিন্ন কার্যক্রম স্থিরীকরণে সহায়ক হবে।


প্রতিযোগিতা অনুষ্ঠানটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।


'ভোক্তা অধিকার নিশ্চিতে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার সুফল পাওয়া যাচ্ছে' শীর্ষক ছায়া সংসদে বিষয়ের পক্ষে ছিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দল এবং বিপক্ষে ছিল ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধি দল। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ড. এস এম মোর্শেদ, সাংবাদিক মাঈনুল আলম, দৌলত আক্তার মালা, হিরযুন মীরা, স্থপতি সাবরিনা ইয়াসমিন মিলি প্রমুখ।


বিতর্ক প্রতিযোগিতায় ইস্টার্ন ইউনিভার্সিটিকে পরাজিত করে বিষয়ের পক্ষে চ্যাম্পিয়ন হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি ও সনদপত্র দেওয়া হয়।


অনুষ্ঠানে ভোক্তা-অধিকার সংরক্ষণে জনবান্ধব কার্যক্রমে নেতৃত্ব দেওয়ায় ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম সফিকুজ্জামানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।



বিবার্তা/রিয়াদ/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com