
কুষ্টিয়ার দৌলতপুরে ৩ কেজি গাঁজাসহ মো. মালেক (২৭) নামে একজন মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত ৯ টায় উপজেলার ফিলিপনগর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ আটক করা হয়। সে একই উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চরসোনাতলা গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
র্যাব সূত্র জানায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র্যাবে অভিযানিক দল দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৩কেজি গাঁজাসহ মাদক পাচারকারী মো. মালেককে আটক করা হয়। পরে উদ্ধার করা মাদকের মূল্য ৬০ হাজার টাকা নির্ধারণ করে মাদক আইনে মামলা দিয়ে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/এনএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]