
নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (ঢোল প্রতীক) মো. নাসির উদ্দিন রানা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন তিন হাজার ৩৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন দুই হাজার ৮৭৯ ভোট।
নেত্রকোনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার মোছা. হোসনে আরা জানান, নির্বাচনে বৈধ ভোটের সংখ্যা ১০ হাজার ৪১৩ ভোট।
কোনো বাতিল ভোট নেই। গত ১৩ মার্চ ওই ইউনিয়নের চেয়ারম্যানের মৃত্যুতে ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য হয়।
ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৯৮৩ জন। এর মধ্যে পুরুষ আট হাজার ৫৮৫ জন ও নারী ভোটার আট হাজার ৪৯৭ জন।
বিবার্তা/জনি/এনএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]