ঠাকুরগাঁওয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক!
প্রকাশ : ২৪ মে ২০২৩, ২০:০৬
ঠাকুরগাঁওয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক!
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৪ মে, বুধবার দুপুরে তাদের আটক করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ইউসুফ খলিফার ছেলে মুন্না হাসান (৩৬) ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে নূর মোহাম্মদ (৩৭)।


আদিবাসী আমিন মার্ডি বিবার্তাকে বলেন, ডিবি পরিচয়ে তারা দুজন আমার বাড়িতে তল্লাশি চালায়। এসময় তারা পরিবারের লোকজনকে অবৈধ বাংলা মদের মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন এবং মামলা না দিলে টাকা দিতে হবে বলে ১৮ হাজার টাকা নেন ।পরে তাদের কথাবার্তা সন্দেহ হলে পুলিশকে অবগত করে স্থানীয়রা।


রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বিবার্তাকে জানান, আটক দুই প্রতারক মুন্না হাসান ও নূর মোহাম্মদ নিজেদের গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সুন্দরপুর এলাকায় আদিবাসী আমিন মার্ডিকে মাদকবিক্রেতা বলে ভয় দেখায়। পরে ওই ব্যক্তির কাছ থেকে টাকা নেয় তারা। তাদের আচরণে এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ডিবি পুলিশ পরিচয়দানকারী দুই যুবককে গ্রেফতার করে।


ওসি গুলফামুল ইসলাম মণ্ডল আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেয়ার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


বিবার্তা/বিধান/রোমেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com