
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কাউখালী উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২১ মে)।
২০ মে, সোমবার দুপুর ১২টার পর থেকে উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়ের থেকে ৩৩টি কেন্দ্রের নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে ।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে মোতায়েন থাকছে র্যাব, পুলিশ, আনসার ও বিজিবি সদস্য।
উপজেলা নির্বাহী অফিসার মো. স্বজল মোল্লা জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
কাউখালী উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলার ৫টি ইউনিয়নে মোট ভোটার ৬৩ হাজার ৪৬১ জন।
বিবার্তা/রবিন/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]