ঝিনাইগাতীতে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা
প্রকাশ : ২৪ মে ২০২৩, ১৯:০৯
ঝিনাইগাতীতে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতীতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ মে) উপজেলা কৃষি বিভাগের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী এ কে এম ফজলুল হক চাঁন।


উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদ। স্বাগত বক্তব রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান ও ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া।


কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আয়েশা সিদ্দিকা রূপালী প্রমুখ। কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৮০ জন উপকারভোগী কৃষক অংশ গ্রহণ করেন।


কর্মশালায় বক্তারা বলেন, এ প্রকল্পের মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি এবং কৃষকদের নতুন নতুন লাভজনক ফসল চাষে আগ্রহ সৃষ্টি করা হচ্ছে। এতে কৃষকরা উপকৃত হচ্ছেন।



বিবার্তা/মনির/রোমেল/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com