
ভোলার ইলিশায় ১৫শ' পিস ইয়াবাসহ মো. সোহেল (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২২ মে) দুপুর ১২ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের তালতলী লঞ্চঘাটের সড়কের উপর থেকে তাকে আটক করা হয়।
আকটকৃত মো. সোহেল বরিশাল জেলার বাবুগঞ্জ থানার চাদপাশা, ৩নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির আঃ হাকিমের ছেলে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরের গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের তালতলী লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে সড়কের উপর থেকে মো. সোহেল নামের এক যুবককে ১৫ শ' পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
আকটকৃত মো. সোহেলের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোর্পদ করা হবে।
বিবার্তা/শাহীন/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]