
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার, ২২ মে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দুর্গাপুর উপজেলা আওয়ামী যুবলীগ।
উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি)'র নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নাজমুল হাসান নীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের কারিগর। তার নেতৃত্বে যখন বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তখন ষড়যন্ত্রকারীরা প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দিচ্ছে। এই ঘৃণ্য কান্ডের তীব্র নিন্দা জানাই ও হুমকিদাতা চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন বিএনপির ঘরে ঘরে।
বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন মিয়া, এস এম কামরুল হাসান জনি, সাংগঠনিক সম্পাদক আকরাম আলী,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল আমিন,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রনি বাউল,মো আল আমীন, হুমায়ুন রশিদ বাবু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী।
বিবার্তা/পলাশ/এনএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]