ভূমিসেবার সকল সুবিধা পেতে নাগরিকদের স্মার্ট হবার আহবান
প্রকাশ : ২২ মে ২০২৩, ২০:০০
ভূমিসেবার সকল সুবিধা পেতে নাগরিকদের স্মার্ট হবার আহবান
গুরুদাসপুর (নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আধুনিক ভূমিসেবা ব্যবস্থার সকল সুবিধা পেতে নাগরিকদের স্মার্ট হবার আহবান জানান নাটোরের জেলা প্রশাসক আবু নাসের ভুইয়া। তাহলে, স্মার্ট নাগরিকরা বদলে যাওয়া স্মার্ট ভূমি সেবার অনলাইনে যুক্ত হয়ে ঘরে বসেই খাজনা পরিশোধসহ হয়রানিমুক্ত সবধরনের সেবা পেতে পারবেন। তিনি নাটোরের গুরুদাসপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।


গুরুদাসপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে সোমবার (২২ মে) বিকাল সাড়ে ৩ টায় ভূমি সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।


হয়রানি ও দালালমুক্ত সেবা পেতে নাগরিকদের আধুনিক সেবা নিশ্চিত করতেই সপ্তাহব্যাপী (২২ মে থেকে ২৮ মে) এ কার্যক্রমে উপজেলার নাগরিকরা ভূমি সংক্রান্ত বিষয়ে এ সেবা নিতে পারবেন।


উপজেলা ভূমি অফিসের বাস্তবায়নে ভূমি অফিস চত্বরে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন শেষে ভূমি সংক্রান্ত বিয়য়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবনী রায়।সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা কৃষি অফিসার মো. হারুনর রশিদ,বীর মুক্তিযোদ্ধা মো. রবিউল করিম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি,সাংবাদিক এম এম আলী আক্কাছ, আনিসুর রহমান প্রমুখ।


সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল জানান, ভূমিসেবা পেতে গ্রাহকদের হয়রানি বন্ধ, দালালমুক্ত সেবা, ভূমি অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি, ঘরে বসে অনলাইনে খাজনা প্রদান, ই-নামজারিসহ নানা বিষয়ে প্রচারণা চলবে সপ্তাহজুড়ে ।


বিবার্তা/জনি/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com