গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৪ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড
প্রকাশ : ২১ মে ২০২৩, ১৯:৪৩
গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৪ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে তিন দিন ধরে ভাসতে থাকা ট্রলারের ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। 


আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বোটটি সমুদ্রে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে তাদের উদ্ধার করা হয়।


বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, ‘গত ১৫ মে বরগুনার পাথরঘাটা থানাধীন বাদুড়তলা এলাকা থেকে এফ বি মাহফুজা নামক একটি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশে ১৪ জন জেলেসহ সমুদ্রে যায়। 


পরে  গত ১৮ মে রাতে গভীর সমুদ্রে মৎস্য আহরণরত অবস্থায় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এমতাবস্থায় বোটটি পাল উড়িয়ে তিন দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে।’


তিনি আরো বলেন, ‘পরে আজ রবিবার সকাল ১০টার দিকে বোটটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে উক্ত বোটের মাঝি বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সহযোগিতা চান। পরে কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীন বিসিজি স্টেশন নিদ্রাসকিনা কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে উদ্ধার অভিযান চালিয়ে পাথরঘাটার পক্ষীদিয়া দ্বীপের পূর্ব পাশ থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়।’


কোস্ট গার্ড কর্মকর্তা আরো জানান, উদ্ধারের পরে জেলেদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও বিশুদ্ধ পানি দেওয়া হয়।


এ ছাড়া উদ্ধারকারী দল উক্ত ফিশিং বোটটিকে টোয়িং করে পাথরঘাটা থানাধীন বাদুড়তলা নামক এলাকায় নিয়ে আসে এবং জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com