কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৯ মে ২০২৩, ২১:১৭
কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেংজানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।


শুক্রবার(১৯ মে) বিকালে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে উপজেলার দশকিয়া ইউনিয়নের ধলাটেঙ্গর গ্রামে আধাঘন্টাব্যাপী মানববন্ধন করে তারা।


এসময়, ধলাটেঙ্গর গ্রামের আবদুল খালেক,হাজী আবদুল বারেক, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক লাভলু মিয়া, মো. মতিয়ার রহমান বক্তব্য রাখেন।


মানববন্ধনে বক্তারা বলেন, এলেংজানি নদীর ধলাটেঙ্গর (খালেরপাড়) গ্রামের অংশ হতে বালু ব্যবসায়ী শান্ত ও ফরজ আলি দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে। এতে নদীর পার্শ্ববর্তী ১০-১২টি বাড়ি বিলীন হয়ে গেছে। তাই এ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানান তারা।


তারা বলেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার সংস্পর্শে থেকে তাকে কৌশলে ঢাল হিসেবে ব্যবহার করে সম্প্রতি ধলাটেঙ্গর দক্ষিণপাড়া (সংখ্যালঘুদের এলাকায়) সিক্স সিলিন্ডার ড্রেজার মেশিন ও ১৫ ইঞ্চি মোটামোটা পাইপ সেট করে অবৈধ বালু উত্তোলনের পায়তারা চলছে। এ মেশিন বালু উত্তোলন করলে নিমিষেই এ গ্রামটি নদীতে বিলিন হয়ে যাবে।


বক্তারা আরও বলেন, গ্রামবাসীর দাবি উপেক্ষা করে কেউ বালু উত্তোলন করে। পরবর্তীতে মহাসড়ক অবরোধসহ আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।


মানববন্ধন কর্মসূচিতে গ্রামের বিভিন্ন স্তরের ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করে।


বিবার্তা/ইমরুল/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com