স্বশিক্ষিত কৃষি বিজ্ঞানী নূরের ৩০ প্রজাতির ধান উদ্ভাবন
প্রকাশ : ১৯ মে ২০২৩, ১৫:১৪
স্বশিক্ষিত কৃষি বিজ্ঞানী নূরের ৩০ প্রজাতির ধান উদ্ভাবন
তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তানোর পৌর এলাকার গোল্লাপাড়া মহল্লার কৃষক নূর মোহাম্মদ। স্বশিক্ষিত এই ধান বিজ্ঞানী সংক্ররায়নের মাধ্যমে খরাপিড়িত বরেন্দ্র অঞ্চলের জন্য প্রতিনিয়ত নতুন নতুন জাতের ধান উদ্ভাবন করে চলছেন। চলতি বোরো মৌসুমে বিভিন্ন কৃষি পরিবেশের জন্য উপযোগী উচ্চ ফলনশীল ৩০জাতের ধান উদ্ভাবন করেছেন।


সরজমিনে গিয়ে দেখা গেছে, ছোট ছোট সাইনবোর্ডে সাদা হরফে লেখা এনএমকেপি ১১৯, এনএমকেপি ১২০, এনএমকেপি ১২২সহ সমস্ত ধান ক্ষেত জুড়ে শোভাবর্ধন করছে সাইনবোর্ডগুলো।


এনএমকেপি অর্থ হলো নূর মোহাম্মদ কৃষি পরিসেবা। সবুজ আর লাল বর্ণিল রঙের ধানক্ষেত মুগ্ধ করবে যে কাউকে।


কৃষক নূর মোহাম্মদ জানান, ‘তার দাদা ছিলেন কৃষক। তাঁর বাবা ছিলেন কৃষক। আর বাবার হাত ধরেই তার কৃষিতে হাতেখড়ি। খরাপিড়িত বরেন্দ্র অঞ্চলে দীর্ঘদিন ধরে ধানচাষে তেমন ফলন ও স্বপ্ল মেয়াদী ধান করা যেত না। যেখানে পানি সংকট ধানচাষে ফলন কম হতো। তার দীর্ঘ গবেষণায় সংক্ররায়নের মাধ্যমে প্রায় ৩ শতাধিক নতুন জাতের ধান উদ্ভাবন করেছেন। ধানগুলো ক্ষরা সহিঞ্চু, সুগদ্ধিযুক্ত,চিকন ও সরু। যা সহজে হেলে পড়ে না এবং উচ্চ ফলনশীল।’ তিনি আরও জানান, ‘যতদিন বেঁচে আছেন বরেন্দ্র অঞ্চলসহ সমস্ত বাংলাদেশের কৃষকদের জন্য তিনি নতুন নতুন ধানের জাত উদ্ভাবন করে যাবেন। তার আশা, একদিন তার ধানবীজ সরকারিভাবে প্রত্যয়ন পাবে। ইত্যিমধ্যে তার উদ্ভাবিত ৫টি জাতের ধান বীজ প্রত্যয়নের জন্য জমা দিয়েছেন।’


তানোর কুঠিপাড়া গ্রামের কৃষক মো. ইয়াদ আলী বলেন, ‘নূর ভাই-এর ‘এনএমকেপি১০২’ ধান বোরো মৌসুমে চাষ করেছি। ধানটি চিকন। ঝড়-বাতাসে হেলে পড়েনি। ফলনও ভালো পেয়েছি। যে কেউ এই ধানটি চাষ করতে পারেন। আমার বিশ্বাস তারা লাভবান হবেন।’


উপসহকারী কৃষি কর্মকর্তা ডিএমএফ এমদাদুল ইসলাম বলেন, ‘নূরের পরীক্ষামূলক ৩০জাতের নতুন ধানগুলো দেখেছি। ধানগুলো বেশ ভালো হয়েছে। আশা করছি কৃষকরা এই ধানগুলো চাষ করলে ভালো ফলন পাবে।’


এ নিয়ে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: সাইফুল্লাহ আহম্মেদ বলেন, ‘নূর মোহাম্মদ শুধু তানোর উপজেলা নয় পুরো বাংলাদেশের গর্ভ। তার নতুন ৩০জাতের ধানক্ষেত পরির্দশন করেছি। ধানগুলো বেশ ভালো হয়েছে। তার উদ্ভাবিত ধানচাষে কৃষি অফিস থেকে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করা হয়ে থাকে।
বিবার্তা/অসীম/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com