তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানের বহিষ্কারাদেশ প্রত্যাহার
প্রকাশ : ১৪ মে ২০২৩, ২০:১২
তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানের বহিষ্কারাদেশ প্রত্যাহার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।


সাতক্ষীরা জেলা শাখা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়।


১৪ মে রবিবার বিকালে সরদার মশিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


সরদার মশিয়ার রহমানের উদ্দেশ করে বিবৃতিতে বলা হয়, বিগত ১৯ আগষ্ট ২০২০ ইং তারিখে ইস্যুকৃত পত্রদ্বারা আপনাকে সংগঠন হইতে সাময়িক বহিস্কার করা হয়। পরবর্তীতে আপনার বিরুদ্বে অভিযোগ মিথ্যা বলিয়া পুলিশী রিপোর্ট প্রদান করে। বিগত ২ জুন ২০২০ ইং তারিখে আপনার বহিস্কারাদেশ প্রত্যহার চাহিয়া আবেদনের প্রেক্ষিতে জেলা নেতৃবৃন্দের সুপারিশত্রুমে আপনার বিরুদ্বে আনীত সাময়িক বহিস্কারাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা (প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা) এর (উপধারা-১০) মোতাবেক আপনার সাময়িক বহিস্কারাদেশ অদ্য ১ মে ২০২৩ ইং সালে তারিখ প্রত্যাহার করা হইল।


উল্লেখ্য, ৮ ডিসেম্বর ২০১৯ তারিখে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সরদার মশিয়ার রহমানের এক নম্বর সাংগঠনিক সম্পাদক নাম ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


বিবার্তা/সেলিম/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com