নড়াইলে ফারাজী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ : ১৪ মে ২০২৩, ১৬:৩৪
নড়াইলে ফারাজী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে সোবহান ফারাজী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। 


রবিবার (১৪মে) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আকরাম হোসেন এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামী কালিয়া সাতবাড়িয়া গ্রামের ফায়জুর মোল্যা, ফারুক মোল্যা, কামাল খাঁন, আশিকুর রহমান, ফসিয়ার মোল্যা। রায়ের সময় ৩ জন আসামী আদালতে উপস্থিত ছিলেন। বাকী ২জনের মধ্যে আশিকুর রহমান পলাতক ও ফসিয়ার রহমান মারা গেছেন।


মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালে ১০ এপ্রিল সকাল সাড়ে ৭টার সময় সাতবাড়িয়া গ্রামের সোবহান ফারাজী জমিতে পানি দেওয়ার জন্য ডিজেল কিনতে গেলে টাকিমার সুইুচগেটের পাশে আসামীরা ওত পেতে থেকে তাকে কুপিয়ে হত্যা করে। এঘটনায় ভিকটিমের ভাই জলিল ফারাজি বাদি হয়ে ২৬জনকে আসামী করে কালিয়া থানায় মামলা করেন। রাষ্ট্রপক্ষ ১৫ জনের স্বাক্ষ্য গ্রহন করে। বিচারক এ মামলায় ৫ জনকে অভিযুক্ত করে সোবহান ফারাজী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এছাড়া মামলার অন্য আসামীদের বেকসুর খালাস দেন।


বিবার্তা/শরিফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com