ঘূর্ণিঝড় মোখা: লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
প্রকাশ : ১৪ মে ২০২৩, ১৫:৪৩
ঘূর্ণিঝড় মোখা: লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে লক্ষ্মীপুর উপকূলীয় অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রবিবার (১৪ মে) সকাল সাড়ে সাতটা থেকে এ বৃষ্টি শুরু হয়। তবে, নদীতে এখনো স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করতে দেখা গেছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও, এখন পর্যন্ত তারা আশ্রয়কেন্দ্রে যাননি। তাদের জীবনযাত্রা স্বাভাবিক দেখা গেছে।


এদিকে উপকূলের লোকজনকে সতর্ক করতে প্রশাসন এবং রেডক্রিসেন্টের পক্ষ থেকে সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে। ১৮৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হলেও, কেউ আশ্রয়কেন্দ্রে আসেনি। উপকূলীয় বাসিন্দারা জানিয়েছেন, আবহাওয়া পরিস্থিতি খারাপ হতে দেখা দিলেই, তারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নেবেন।


এছাড়া নদীর চরে বসবাস করা বাসিন্দাদের মধ্যে অনেকেই এখনো নিরাপদ আশ্রয়ে আসেনি। নিজেদের গবাদিপশু এবং ঘরবাড়ি রেখে কোথাও যেতে চাচ্ছেন না তারা।


জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, আশ্রয় কেন্দ্রে আসা মানুষদের নিরাপত্তার জন্য নারী পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও ঘূর্ণিঝড় মোকাবেলায় পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে।


বিবার্তা/সুমন/নিলয়

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com