পরীক্ষা ভালো না হওয়ায় এসএসসি পরিক্ষার্থীর আত্মহত্যা
প্রকাশ : ১৪ মে ২০২৩, ১৫:১৩
পরীক্ষা ভালো না হওয়ায় এসএসসি পরিক্ষার্থীর আত্মহত্যা
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপিঠ স্কুলের শিক্ষার্থী মো.রাফিন মুনতাসির মোল্লা (১৬) বিষপানে আত্মহত্যা করেছে।


সে চলতি এসএসসি পরিক্ষার পরীক্ষার্থী ছিলেন। গণিত পরিক্ষা ভালো না হওয়ায় সে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে জানান স্বজনেরা।


আত্মহত্যাকারী রাফিন বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো. শাজাহান মোল্লার ছোট ছেলে।


পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৯ মে) কালুখালী গার্লস স্কুলে গনিত পরিক্ষা শেষে বাড়ি ফিরে পরীক্ষা ভালো হয়নি বলে হতাশায় ভেঙে পড়েন রাফিন। পরে সে ঘাস মারা কীটনাশক খেয়ে বন্ধুদের এসএমএস করেন আজ বোধহয় আমার শেষ দিন। আমার জানাযায় তোরা আসিস বলে ফোন কেটে দেয়। পরে তার বন্ধুরা ছুটে এসে তার পরিবারকে বিষয়টি জানালে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফরিদপুর মেডিকেল কলেজ থেকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়।


শনিবার (১৩মে) ভোর ৬ টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাফসান মৃত্যুবরণ করেন। পরে রাত ১০ টার দিকে বাড়িতে এনে জানাজা করা হয়। ১৪ মে, রবিবার ভোর ৬টার দিকে তার দাফন সম্পন্ন করা হয়।


বিবার্তা/মিঠুন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com