রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ
প্রকাশ : ০৮ মে ২০২৩, ১৫:৩৬
রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর পাংশা উপজেলার সিদ্দিকীয় ফাজিল মাদ্রাসা ও শাহ্জয়ি কামিল মাদ্রাসা মাদ্রাসার ১২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে।


সোমবার(৮মে) দুপুরে উপজেলা অডিটোরিয়াম হল রুমে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে এই ট্যাব বিতরণ করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।


তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,সরকার সুযোগ দিচ্ছে ভালো কিছু শেখার সেই সুযোগকে কাজে লাগিয়ে ভালো কিছু শিখতে হবে। পাশাপাশি দেশকে সেবার মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী এই উপহার তোমাদের ভবিষৎ উজ্জ্বল করার জন্য দিয়েছে। বিগত সরকারের আমলে ভালো ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া হতো কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে দিয়েছেন কম্পিউটার।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ষষ্ঠ জনশুমারী ও গৃহগণনা-২০২২ এর তথ্য সংগ্রহ কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে ট্যাব ব্যবহারের মাধ্যমে পরিচালনা করা হয়। প্রয়োজনীয় অতিরিক্ত ট্যাবগুলো প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত প্রথম তিনজন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণের আয়োজন করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন বিশ্বাস,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া খাতুন, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুমার কুন্ডু, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান প্রমুখ।


বিবার্তা/মিঠুন/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com