নোয়াখালীতে পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন
প্রকাশ : ০৬ মে ২০২৩, ১৮:৪৩
নোয়াখালীতে পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীতে পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ বিষয়ে সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের সহায়তায় গণমাধ্যম ও উন্নয়ন যোগাযোগ সংগঠন সমষ্টি প্রশিক্ষণটি আয়োজন করে।


শনিবার সকালে জেলা শহরের গ্রীনহল প্রশিক্ষণ কক্ষে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। সমষ্টির জেলা সমন্বয়ক আবু নাছের মঞ্জুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমষ্টির নির্বাহী পরিচালক ও চ্যানেল আই এর সিনিয়র নিউজ এডিটর মীর মাসরুর জামান রনি, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের কমিউনিকেশন ম্যানেজার সারোয়ার ই আলম, ও সাংবাদিক জামাল হোসেন বিষাদ।


প্রশিক্ষণে জানানো হয়, প্রতিবছর বাংলাদেশে প্রায় ১২ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়। শিশুমৃত্যু প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যদিও পানিতে ডুবে মৃত্যুর সবগুলো ঘটনার তথ্য গণমাধ্যম পায়না। এ নিয়ে জাতীয় ও স্থানীয়ভাবে কোনো কার্যকর তথ্য ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। আবার গণমাধ্যম প্রতিবেদনগুলো শুধুমাত্র ঘটনাকেন্দ্রীক। এ নিয়ে গভীরতাধর্মী প্রতিবেদনের অভাব রয়েছে। গভীরতাধর্মী প্রতিবেদনে গণমাধ্যমগুলো গুরুত্ব দিলে বিষয়টি নীতি-নির্ধারণী পর্যায়ে গুরুত্ব পাবে এবং এ নিয়ে জাতীয় কর্মসূচী গ্রহণের বিষয়টিকে তরান্বিত করবে।


প্রশিক্ষণে জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত ২৩ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
আয়োজকরা জানান, প্রথমদিন তাত্ত্বিক আলোচনার পর দ্বিতীয় দিন সরেজমিনে মাঠ পরিদর্শনের মধ্যদিয়ে প্রশিক্ষণের সমাপ্তি হবে।


বিবার্তা/সুমন/নিলয়

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com