কুষ্টিয়ায় মাদক মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ১৫:৩৫
কুষ্টিয়ায় মাদক মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক পাচার ও বিক্রির অভিযোগে দায়ের করা একটি মামলায় স্বামী ও স্ত্রীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে জেলার একটি আদালত।


সাহাবুল (৪৯) কে ২ বছর এবং তার স্ত্রী বিলকিস আক্তার (৪২) কে ৩ বছরের সাজা দিয়েছেন আদালত। একইসাথে সাহাবুলকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২মাসের কারাবাস এবং তার স্ত্রী বিলকিস আক্তাকে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪মাসের কারাবাসের আদেশ দেয় আদালত।


বৃহস্পতিবার, ২৭ এপ্রিল দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষনার পর তাদের কারাগারে প্রেরণ করা হয়।


দন্ডপ্রাপ্ত সাহাবুল দৌলতপুর উপজেলার কল্যানপুর গ্রামের মৃত ছফের মালিথার ছেলে।


মামলা সূত্রে জানা যায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাহাবুল ভারত সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল পাচার ও সংরক্ষণ করে স্ত্রীর সহযোগিতায় নিজ বাড়ীতে বিক্রি করার সময় ৭২বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করে পুলিশ। এ ঘটনায় দৌলতপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।


মামলার তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত শেষে ২০১৮ সালের ২২এপ্রিল আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ স্বাক্ষ্য ও প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।



বিবার্তা/শরীফুল/এনএস


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com