দৌলতদিয়া ঘাটে বাড়ছে যাত্রী ও যানবাহন, নেই ভোগান্তি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ১১:১৩
দৌলতদিয়া ঘাটে বাড়ছে যাত্রী ও যানবাহন, নেই ভোগান্তি
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। বাড়তি চাপ না থাকায় দৌলতদিয়া নৌ-রুটের যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হয়ে গন্তব্যে যেতে পারছেন।


বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায় যাত্রী ও যানবাহন তেমন চাপ নেই। ঘাটে এসেই সরাসরি ফেরি ও লঞ্চের দেখা পাওয়া যাচ্ছে যাত্রী ও যানবাহন।


বিআইডব্লিটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ১৪৯ টি টিপে ৩২২৮ টি যানবাহন পার হয়েছে। এর মধ্যে ৪৮৬ টি বাস ৫৫৭ টি ট্রাক, ১১৫৮ টি প্রাইভেটকার ও মাইক্রোবাস এবং ১০২৮ টি মোটরসাইকেল পার করা হয়েছে।


ঘাটে আসা ঢাকাগামী শিক্ষার্থী নায়েব আলী বলেন , ঘাট এলাকায় কোনো ভোগান্তি নেই। ঘাটে এসেই সরাসরি ফেরি পেয়ে গেছি । অথচ একটা সময় ছিল যখন ঈদ মানেই ভোগান্তির অপর নাম ছিলো দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট।


বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যাবস্থাপক মো. সালাউদ্দিন বলেন ,ঈদের প্রথম থেকে কিছুটা যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে তবে ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারছে। এই নৌরুটে ছোট-বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে।


বিবার্তা/মিঠুন/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com