স্মার্ট নারীরা স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে : পলক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩, ০১:৩৮
স্মার্ট নারীরা স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে : পলক
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, স্মার্ট নারীরা স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে। ১০০০ জন নারী উদ্দোক্তাদের অনুদান দেয়া হয়েছে। পীরগঞ্জে ২০ জন, ৩৫ জনকে ঢাকায় দেয়া হবে। আরো ৫ হাজার নারী উদ্দোক্তাদের পুরস্কার দেয়া হবে। ২৫ হাজার নারী উদ্দোক্তাদের প্রশিক্ষণ, পুঁজি সহ স্মার্ট নারী উদ্দোক্তা তৈরি করা হবে। 


প্রতিমন্ত্রী পলক আরো বলেন, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা আর নারীরা গৃহকর্মী হিসেবে সামাল দেয়। বর্তমানে অর্থনীতির সমৃদ্ধি ঘটাচ্ছে নারীরা। নারীরা অর্থনীতিতে প্রভাব রাখছে। নারী উদ্দোক্তা তৈরি হয়েছে। উন্নত বিশ্বের সমৃদ্ধির পেছনে নারীদের অবদান রয়েছে। ঘরের মধ্যে বন্দি সহ কুসংস্কারে নারীরা পিছিয়ে পড়েছে। এসব রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। বিগত দিনে কোনো সরকার নারীদের জন্য কাজ করেনি। তারা সরকারী কোনো অনুদান পায়নি। শতভাগ এলাকা বিদ্যুৎ এর আলোয় আলোকিত। শিক্ষার্থীরা বিনাম‚ল্যে বই পাচ্ছে। কৃষক সার পাচ্ছে। গৃহহীনরা ঘর পাচ্ছে। সাধারণ মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে। সকল সুযোগ সুবিধা জনগণের দোরগোড়ায়। 


তিনি আরো বলেন, রোজার সময় সহনশীল, ধৈর্যের পরিচয় দিতে হবে। ত্যাগের মহিমায় নিজেকে তৈরি করতে হবে। রমজানের শিক্ষায় ১১ মাস শিক্ষা নিয়ে চলতে হবে। বেশি বেশি যাকাত, দান সদকা দিতে হবে। আইডিয়া প্রকল্পের আওতায় ৩৭ জন স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 


উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন প্রমুখ।


বিবার্তা/রাজু/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com