খাগড়াছড়িতে অসহায়দের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩, ১৭:৪১
খাগড়াছড়িতে অসহায়দের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়িতে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার, ১৮ এপ্রিল সকালে খাগড়াছড়ি জেলা সদরের জোন মাঠে ২ শতাধিক ও পানছড়ি আর্মি ক্যাম্পে ১ শতাধিক স্থানীয়দের মাঝে এসব ঈদ শুভেচ্ছা সামগ্রী তুলে দেওয়া হয়।


খাগড়াছড়ি জোন সদরে আয়োজিত ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে: কর্ণেল আবুল হাসনাত,পিএসসি। এ সময় আরো উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক, মেজর তালুকদার রাব্বী আহমেদ,পিএসসি।


সেনাবাহিনীর সৈনিকদের ইস্যুকৃত রেশন থেকে এসব সামগ্রী তুলে দেন স্থানীয়দের মাঝে।




খাগড়াছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল আবুল হাসনাত, পিএসসি ও ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক মেজর তালুকদার রাব্বী আহমেদ, পিএসসি বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি জোন কতৃক এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে।


ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলে আমরা একসাথে থাকব এবং একে অপরকে সহযোগিতা করার কথা জানান। এই কার্যক্রমে জোনের প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা।


এদিকে ঈদের আগ মুহুর্তে এই শুভেচ্ছা সামগ্রী পেয়ে হাসি ফুঁটেছে স্থানীয়দের মাঝে।


বিবার্তা/আল-মামুন/এনএস


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com