লক্ষ্মীপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩, ১৫:৩৪
লক্ষ্মীপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সাড়ে ৪ হাজার কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে এই আয়োজন করেন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।


এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু।


এসময় উপস্থিত সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান ইমামসহ উপকারভোগী কৃষক-কৃষাণীরা।


সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ২০২২-২৩ অর্থ বছরে খরিফ ১/২০২৩-২৪ মৌসুমে উফসী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার ২১টি ইউনিয়নে মোট সাড়ে চার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে রাসায়নিক সার ১০ কেজি পটাশ, ১০ কেজি ডেব সার ও ৫ কেজি উচ্চ ফলনশীল উফসী আউশ বীজ ধান বিতরণ করা হয়েছে।


কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. মো. জাকির হোসেন বলেন, জেলার ৫টি উপজেলায় আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে বিনামূল্যে ২২ হাজার কৃষক-কৃষাণীর মধ্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রম চলছে। এরমধ্যে সদরে ৪ হাজার ৫ শত, রায়পুরে ৪ হাজার ৫ শত, রামগঞ্জে ১ হাজার, রামগতি ৫ হাজার ৫ শত, কমলনগরে ৬ হাজার ৫ শত জন।


বিবার্তা/ সুমন/ মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com