লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩, ১৬:৫২
লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্র মামলায় হাফিজ মোল্লা (৩০) নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।


৯ এপ্রিল, রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।


লক্ষ্মীপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।


আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২ এপ্রিল রাতে রামগঞ্জ পৌরসভার আঙ্গারপাড়া এলাকার শিশু পার্কের সামনে থেকে একটি দেশীয় তৈরি এলজিসহ হাফিজকে আটক করে ডিবি। পরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। একই বছরের ২৫ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম আদালতে হাফিজের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।


বিবার্তা/সুমন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com