
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২১ মে, মঙ্গলবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় দেখা করতে যান তিনি। এ সময় তিনি খালেদার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, রাত ৮টার দিকে ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাত ৯ টার দিকে তিনি বেরিয়ে আসেন।
তিনি আরও বলেন, ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে গিয়েছিলেন মহাসচিব। এখন ম্যাডামের অবস্থা আগের থেকে ভালো আছে।
চলতি মাসের শুরুতে ওমরা করতে যাওয়ার আগে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওমরা করে আসার পরে আজ আবার দেখা করতে যান তিনি।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]