কক্সবাজারে গৃহবধূ হত্যা মামলার আসামী গ্রেফতার
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩, ১৮:৪৯
কক্সবাজারে গৃহবধূ হত্যা মামলার আসামী গ্রেফতার
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা তে গৃহবধূ হত্যার প্রধান আসামী আবু তাহের (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।


শুক্রবার ৭ এপ্রিল ৬টা ১৫ মিনিটের সময় রামুর চাকামারকুল নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।


আজ বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য জানান কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন।


অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন বলেন,গত ১০ মার্চ বিকাল ৩টার দিকে ঈদগাঁও উপজেলার দরগাহ পাড়া সড়কের উত্তর পাশে চিকন ঝিরি ব্রীজের পাশ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক মহিলার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ কে খবর দেয়। পরবর্তী তে লাশের পরিচয় সনাক্ত করে জানা যায় নিহত মহিলা ঈদগাঁও উপজেলার দরগাহ পাড়া এলাকার নুরুল আমিনের মেয়ে ফাতেমা আক্তার। পারিবারিক সূত্রে জানা যায়, বিগত দেড়বছর আগে একই এলাকার মৃত মীর আহমদ এর ছেলে আবু তাহেরের সাথে ফাতেমার বিয়ে হয়। এছাড়া তাদের দাম্পত্য জীবনে আফরান (০২ মাস) নামে একটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকে আবু তাহেরের পরনারী আসক্তি এবং পরকীয়াসহ বিভিন্ন কারণে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল।


অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন আরো জানান,গত ৭ মার্চ থেকে ফাতেমা আক্তার নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পূর্বে আবু তাহের ব্যবসা করার অজুহাতে ফাতেমাকে তার বাপের বাড়ী থেকে ৬০ হাজার টাকা এনে দেওয়ার জন্য মানসিক চাপসহ বৈদ্যুতিক তার দিয়ে নির্যাতন করেন। এরপর থেকে ফাতেমার পরিবার তার কোন খোঁজ পায়নি। নিখোঁজের তিনদিন পর ওই স্থান থেকে ভাসমান অবস্থায় ফাতেমার লাশ পাওয়া যায়।


এ ঘটনায় গত ১২ মার্চ ফাতেমা'র মা মোহেছেনা বেগম বাদী হয়ে আবু তাহের কে প্রধান আসামী কে ৩জন কে বিবাদী করে ঈদগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


গ্রেফতারকৃত আবু তাহেরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।


বিবার্তা/তাফহীমুল/এনএস


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com