কক্সবাজারে রোহিঙ্গা সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহকালে আটক ৩
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩, ১৯:২৬
কক্সবাজারে রোহিঙ্গা সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহকালে আটক ৩
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহকালে ৩ জনকে আটক করেছে র‍্যাব।


বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে কক্সবাজারের চকরিয়া বড় ভেওলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন।


আটককৃতরা হলেন- মোক্তার আহমদ (৫২), আব্দুর রহিম (৪০) ও মো. এনামুল হক (৩৮)।


অধিনায়ক সাইফুল ইসলাম সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কতিপয় অস্ত্র ব্যবসায়ী মহেশখালী থেকে অটোরিকশাযোগে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা বাহিনীর কাছে অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। এমন সংবাদে চকরিয়ার বড় ভেওলা লাল ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, ১টি দুনলা বন্দুকসহ ৪টি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা, এটিএম কার্ড ও এনআইডি কার্ড উদ্ধার করা হয়।


র‍্যাব-১৫ এর অধিনায়ক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, পরস্পর যোগসাজশে তারা দীর্ঘদিন মহেশখালী ও চকরিয়া এলাকায় গোপনে অবৈধ অস্ত্রের ব্যবসা পরিচালনা করে আসছেন। একইসঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে আরসা বাহিনীসহ বিভিন্ন দুষ্কৃতিকারীদের নিকট নিয়মিত অস্ত্র বিক্রি করতেন। উদ্ধারকৃত অস্ত্রসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে ।


বিবার্তা/তাফহীমুল/এনএস


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com