
গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে নির্বাচন পরবর্তী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১ জন নিহতের ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে শোক র্যালি হয়েছে।
১৫ মে, বুধবার র্যালিটি বঙ্গবন্ধু কলেজ মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনগণ। প্রায় এক ঘণ্টা অবরোধের পর জেলা প্রশাসকের কথায় আশ্বস্ত হয়ে সড়ক অবরোধমুক্ত করে অবরোধকারীরা।
এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রেখেছে। রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া বিজিবিও মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।
এদিকে মঙ্গলবার রাতে গুলিতে আহতদের মধ্যে লিমন ভূঁইয়াকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বাকী ৫জনকে গোপালগঞ্জ
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেছেন পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানান তিনি।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রদিঘলিয়া উচ্চবিদ্যালয়-এর সামনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর হয়। চা খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় একপক্ষ গুলি চালালে ৬জন গুলিবিদ্ধ হয়।তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে ওসিকুর ভূইয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিবার্তা/সঞ্জয়/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]