টাঙ্গাইলে শক্তি ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩, ২০:৫০
টাঙ্গাইলে শক্তি ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘সবুজায়নে শক্তি’ এই স্লোগানে টাঙ্গাইল সার্কিট হাউজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেছে শক্তি ফাউন্ডেশন। বুধবার (৫ এপ্রিল) সকালে টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।


এ সময় অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শামীমা আক্তার রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক, শক্তি ফাউন্ডেশনের প্রশাসনিক বিভাগের প্রধান মো. শরীফুল ইসলাম, সিনিয়র ম্যানেজার মো. তামিমুল ইসলাম, টাঙ্গাইল রিজিয়নের প্রধান মো. শফিকুল ইসলাম, ফাইন্যান্স


সুপারভাইজার মো. মিন্টু মিয়া, আইসিটি বিভাগের হাসেম মাহমুদ, এরিয়া সুপারভাইজার মো. আয়াতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।


শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়, জেলা প্রশাসকের বাসভবন, অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) বাসভবন প্রভৃতি স্থানে ৫০টি ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।


উল্লেখ্য, শক্তি ফাউন্ডেশন দেশের ৫৫টি জেলায় ৩ হাজার ১০০টি বিভিন্ন গাছের চারা রোপন করছে। সংগঠনটি স্মার্ট বাংলাদেশ গঠনে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, আর্থ-সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণের মাধ্যমে ভূমিকা রাখছে।


বিবার্তা/ ইমরুল/রোমেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com