চিলমারীতে দুটি রাস্তার কাজের উদ্বোধন
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩, ১৯:১৪
চিলমারীতে দুটি রাস্তার কাজের উদ্বোধন
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের চিলমারীতে কয়েক গ্রামের হাজারো মানুষের ভোগান্তি শেষ করতে শুরু হলো কাঁচা সড়ক পাকাকরণের কাজ।


৪ এপ্রিল, মঙ্গলবার বিকেলে ১২’শ৬০ মিটার ও ১১’শ৭০ মিটার দুটি পৃথক সড়ক মেরামত ও কার্পেটিং এর কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন।


স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ (এলজিইডি) জানায়, প্রায় দুই কোটি টাকা ব্যয়ে উপজেলার থানাহাট ইউনিয়নের বনবিভাগ থেকে রাজারভিটা মন্ডলপাড়া পর্যন্ত ১১’শ ৭০মিটার ও একই ইউনিয়নের জিতেন্দ্রনাথ হাউজ থেকে পুটিমারী কাজলডাঙ্গা সড়কে ১২’শ ৬০ মিটার সড়ক মেরামত ও পাকাকরণ (কার্পেটিং) এর কাজ শুরু হয়।


সড়কের কাজ উদ্বোধনে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. ফিরোজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মামুন অর রশিদ, থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, ঠিকাদার মাহফুজার রহমান ও মো. মফিজল হক প্রমুখ।


স্থানীয়রা জানায়, সড়কের বেহাল অবস্থা, এর উপর কাঁচা সড়ক শুকনো মৌসুমে চলাচল করা গেলেও বৃষ্টির সময় চলাচলের অযোগ্য হয়ে পড়ে এখন পাকা হলে এলাকাবাসির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। স্থানীয়রা সড়ক মেরামত ও পাকা করণের কাজ শুরু হওয়ায় ওই এলাকার বাসিন্দারা সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানিয়েছেন।


বিবার্তা/রাফি/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com