
ইকুয়েডরের মডেল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ল্যান্ডি পারাগা গয়বুরোকে গুলি করে হত্যা করা হয়েছে। এক রেস্টুরেন্টে ঢুকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয় এই জনপ্রিয় মডেলকে।
এ হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে দাঁড়িয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন ল্যান্ডি। এসময় মাস্ক পরা দু’জন বন্দুকধারী ভেতরে প্রবেশ করে ল্যান্ডিকে খুব কাছ থেকে গুলি করে দ্রুত ওই স্থান করে।
একটা সময় ইকুয়েডরের মাদক কারবারি লিয়েন্দ্রো নোরেরোর সঙ্গে ল্যান্ডির নাম জড়িয়েছিল। দুজনের প্রেমের জল্পনাও শোনা গিয়েছিল। গত বছর লিয়েন্দ্রো ও তাঁর অ্যাকাউন্ট্যান্টের একটি কথোপকথন ফাঁস হয়েছিল অনলাইনে। যেখানে লিয়েন্দ্রো বলতে শোনা গিয়েছিল, তাঁর স্ত্রী যদি ল্যান্ডির সম্পর্কে জানতে পারেন, তাহলে মারাত্মক পরিণতি হবে। ইকুয়েডরের জেলে লিয়েন্দ্রোর মৃত্যু হয়।
ধারণা করা হচ্ছে, কুখ্যাত ওই গ্যাংস্টার দলের সঙ্গে গোপন যোগাযোগের কারণে খুন হয়েছেন ল্যান্ডি। এ ঘটনার কারণ ও হত্যাকারীদের খুঁজতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তবে এখনো কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]