গুরুদাসপুরে প্রতারণার মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩, ১৮:০৬
গুরুদাসপুরে প্রতারণার মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নগদ অর্থগ্রহণ করেও আশ্রয়ণ প্রকল্পের ঘর না দেয়া ও টাকা ফেরত না দিয়ে প্রতারণার মামলায় গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে কারাগরে প্রেরণ করেছে আদালত।


২ এপ্রিল, রবিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুন্নাহার রীটার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।


নজরুল ইসলাম উপজেলার গোপিনাথপুরের মৃত আমির আলী মন্ডলের ছেলে।


মামলা সূত্রে জানা যায়, গত ২০২২ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পূর্তি উপলক্ষ্যে দরিদ্র গৃহহীনদের মাঝে আশ্রয়ন প্রকল্পের অধীনে দুই কক্ষ বিশিষ্ট আধাপাকা টিন সেড ঘর দেয়ার কথা বলে নজরুল ইসলাম ও তার সহযোগী মফিজ উদ্দিন একই উপজেলার বৃন্দাবনপুর গ্রামের মৃত আব্দুল খালেকের স্ত্রী জয়নব বেগমের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করে। কিন্তু দীর্ঘদিনেও সেই ঘর না দেয়ায় জয়নব বেগম তাদের কাছ থেকে তার টাকা ফেরত চান। সে সময় নজরুল ইসলাম ও তার সহযোগী মফিজ ওই অর্থ ফেরৎ দিতে অস্বীকৃতি জানায়। পরে জয়নব বেগম বাদী হয়ে নজরুল ইসলাম ও তার সহযোগী মফিজকে অভিযুক্ত করে গুরুদাসপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় নজরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।


পরে আদালত থেকে জামিনে মুক্তি পায় নজরুল ইসলাম। জামিনে বের হওয়ার পর দীর্ঘদিন তিনি আদালতে হাজির হননি। রবিবার আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।


বিবার্তা/জনি/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com