শিরোনাম
মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের মৌন প্রতিবাদ
প্রকাশ : ৩১ মার্চ ২০২৩, ১৯:৩৯
মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের মৌন প্রতিবাদ
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তিদাবীতে কক্সবাজারে মুখে কালো কাপড় বেঁধে মৌন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।


শুক্রবার (৩১ মার্চ) বিকেলে কক্সবাজার পুরাতন শহিদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। এসময় তারা প্রথম আলোর সাংবাদিক শামসের মুক্তি ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার সম্বলিত ফেস্টুন নিয়ে দাঁড়ান।


ডিজিটাল নিরাপত্তা আইনকে সংবিধান পরিপন্থী উল্লেখ করে সাংবাদিকরা বলেন, এই আইন অবিলম্বে বাতিল করতে হবে৷ এই আইন স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।


সাংবাদিকরা প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের মুক্তি চাই, সাংবাদিকতা অপরাধ নয়, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের স্তম্ভ, মধ্যরাতে তুলে নেওয়া চলবে না, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চাইসহ নানা দাবিসংবলিত ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়।


প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ও কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি তৌফিক লিপু, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার সভাপতি এইচএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওসমান গণি, দৈনিক পূর্বকোণের জেলা প্রতিনিধি আরফাতুল মজিদ, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আজিম নিহাদ, দেশ টিভির জেলা প্রতিনিধি সৌরভ দেব, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, রাইজিংবিডির জেলা প্রতিনিধি তারেকুর রহমান।


বিবার্তা/তাফহীমুল/রোমেল/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com