
কক্সবাজারের উখিয়ায় সুপারি চুরির মিথ্যা অভিযোগে কলেজ ছাত্র কে নির্যাতনের ঘটনায় মুল অভিযুক্ত ফজল সহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১ টায় কলাতলী মেরিন ড্রাইভ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব-১৫ এর কক্সবাজার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১৫ এর উপ অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।
গ্রেফতার চারজন হলেন, উখিয়া জালিয়াপালং এলাকার ফজল কাদের (৩৮), মোহাম্মদ আব্দুল্লাহ (২২), আব্দুর রহমান (৩৮) ও আজিজুল হক (৫২)।
মেজর সৈয়দ সাদিকুল হক জানান, গত ২৫ মার্চ রাতে উখিয়ার ডেইল পাড়া এলাকায় কক্সবাজার সিটি কলেজের ছাত্র রায়হান শরীফ (১৯) কে একই এলাকার বাসিন্দা ফজল কাদের তার সুপারি বাগান হতে সুপরি চুরির অপবাদে দুই ঘণ্টা ধরে বিদ্যুতের তার, লোহার রড ও লাঠি দিয়ে মারধর করে আহত করে। এ ঘটনায় ২৭ মার্চ কলেজ ছাত্রের পিতা মোহাম্মদ আমিন বাদি হয়ে উখিয়া থানায় মামলা করেন। এ মামলায় প্রধান অভিযুক্ত ফজল কাদেরসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ফজল কাদের একজন তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেফতার ৪ জনকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
বিবার্তা/তাফহীমুল/এনএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]