পাহাড়ে অপহৃত তিন যুবক উদ্ধার, গ্রেফতার ২
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩, ১৪:৪২
পাহাড়ে অপহৃত তিন যুবক উদ্ধার, গ্রেফতার ২
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে অপহৃত ৩ যুবককে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।


রবিবার (২৬ মার্চ) বিকেল ৫ টার দিকে উপজেলার বৈদ্যঘোনার নতুন পল্লান পাড়ার গহীন পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত যুবকরা হলেন- আমান উল্লাহ (১৯), সিরাজুল মোবিন (১৮) ও আবু তাহের (২৭)।


আটককৃতরা হলেন- টেকনাফ সদরের মাঠপাড়া এলাকার নবী হোসেন (২৭) ও জাহিদ হোসেন কাবিলা (২২)।


র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান জানান, শনিবার আমান উল্লাহ ও তার বন্ধু সিরাজুল মোবিন ফজরের নামাজের উদ্দেশ্যে বের হলে হোয়াইক্যং ইউনিয়নের উলুবুনিয়া রাস্তায় পৌঁছালে তাদের অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আমান উল্লাহর বাবা কান্দা মিয়া কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পে অভিযোগ করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় অপহৃত দুজনকে উদ্ধার করে র‌্যাব। এ সময় দুজনকে আটক করা হয়।


শামসুল আলম খান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অপহরণের কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুইজনকে উদ্ধার করা হয়। ওই অভিযানে উখিয়ার কুতুপালং থেকে আবু তাহের (২৭) নামে অপহৃত আরেক যুবককে উদ্ধার করা হয়।


আটককৃতদের কাছ থেকে ২টি রাম দা, ২৫ ফুট শিকল, ৮টি তালা, দুটি চাবির ছড়াসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক যুবকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/তাফহীমুল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com