
আদালতে রিটের প্রেক্ষিতে চতুর্থ ধাপে অনুষ্ঠেয় কুমিল্লার চান্দিনা উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৩ মে) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠান। আগামী ৫ জুন এই উপজেলায় নির্বাচনের জন্য দিন ধার্য ছিল।
ইসির চিঠিতে জানানো হয়েছে, রিট পিটিশন নং ৫৩২০/২০২৪ এর আলোকে সুপ্রিম কোর্টের আদেশ প্রতিপালনের সুবিধার্থে ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে ৫ জুন অনুষ্ঠেয় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা পরিষদের সব পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন। এই অবস্থায় উল্লেখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আগামী ৫ জুন ওই নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচন স্থগিত হওয়ায় চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আগামী ৫ জুন বুধবার ভোট হবে না।
চেয়ারম্যান প্রার্থী শাহ সেলিম প্রধান জানান, গত ১২ মে দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনের বাছাইয়ের দিন যাচাই-বাছাইয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারী শাহ সেলিম প্রধান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বহাল থাকা এবং হাইকোর্টের রিটের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। সেই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের আপিল বিভাগে রিট পিটিশন আবেদন করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহ সেলিম প্রধান। রিট পিটিশন মঞ্জুর করে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে শাহ সেলিম প্রধান এর প্রার্থীতা বহাল রাখেন হাইকোর্ট। নির্বাচন কমিশন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে। আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন। রিট পিটিশন ৫৩২০/২০২৪ এর আলোকে সুপ্রিম কোর্টের আদেশ প্রতিপালনের সুবিধার্থে ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে ৫ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠেয় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন।
এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) জাবের মো. সোয়াইব জানান, নির্বাচন কমিশন সচিবালয় থেকে আমাদের জানানো হয়েছে যে, আগামী ৫ জুন চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]