
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গায় ট্রাকের নিচে চাপা পড়ে ৬টি গরুসহ এরফান (৫৫) নামে এক রাখাল মারা গেছেন।
সোমবার (১৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে নয়লাভাঙ্গা ইউনিয়নের নিচুধুমি নামক স্থানে ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এরফান শিবগঞ্জ উপজেলার আটরসিয়া লক্ষীপুর গ্রামের মৃত বজলুর রশিদের ছেলে।
ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, সোমবার রাত দেড়টার দিকে এক পাল গরু নিয়ে রাখাল এরফান নিচুধুমি এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা পাথরবোঝাই দ্রুতগামী এক ট্রাক এরফানসহ গরুর পালে চাপা দেয়। এতে এরফানসহ ৬ গরু মারা যায়।
ওসি আরও জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এরফানের মরদেহ আড়াইশ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]